
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ টি কলেজে ২০১৯-২০ সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে আজ। এরই ধারাবাহিকতায় সরকারি তিতুমীর কলেজে উৎসবের আমেজে পালিত হয়েছে নবীন বরণ উৎসব। এতে সরকারি তিতুমীর কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি কলেজ শাখা ছাত্রলীগের অংশগ্রহণ ছিলো নজরকাঁড়া। সকাল থেকেই বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে নবীনদের বরণের উৎসবে শামিল হন তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। নবীন শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ছাত্রলীগ নেতারা বক্তব্য রাখেন তাদের উদ্দেশ্যে।
সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া নবীনদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বলেন- তিতুমীর কলেজের সকল শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ সর্বদা ছিলো,আছে,এবং থাকবে। এছাড়া নবীনদের যেকোন প্রয়োজনে আমরা সাড়া দেবো। যদি কোন হতদরিদ্র শিক্ষার্থীর সহায়তার প্রয়োজন হয় তবে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে তার পাশে দাড়াবো, সহায়তা করবো।
এসময় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।