
সামাজিক দূরত্ব বজায় রেখে নাটোরের লালপুরে অর্ধশত করোনায় কর্মহীন হত- দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্য ছিল চাউল, আলু, ডাল, লবণ, তেল।
আজ শুক্রবার সকালে লালপুর শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে লালপুর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাঃ হুমায়ন কবিরের নিজ অর্থায়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহক আলী । এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাঃ আব্দুল রাজ্জাক, সাম্য বাদী কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বীরেণ সাহা, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, লালপুর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।