০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৩০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ

সাভার উপজেলা আওয়ামী লীগঃ সম্মেলনে ব্যস্ত পদ প্রত্যাশীরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : ১১:৫৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
  • 250
আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে সাভার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গন। আয়োজনের পুরো প্রস্তুতিও শেষের দিকে।
সম্মেলনকে সামনে রেখে পদ প্রত্যাশীরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগে ব্যস্ত সময় পার করছেন। সেইসাথে তৃণমূলে চলছে ব্যাপক প্রচারনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন কর্মী সমর্থকরা। ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলার অলিগলি ও আশুলিয়া এবং সাভারের রাজপথ।
থেমে নেই একে অপরেকে কাদা ছোড়াছুড়ি ও কুৎসা রটানোর পুরোনো রীতিও। যা সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই এটাকে হীনমন্যতার বহিঃপ্রকাশ বলেও মনে করেন। তবে প্রতিদ্বন্দ্বীকে দূর্বল করতে এরকমই করছেন পদপ্রত্যাশী ও তাদের সমর্থকরা।
নির্ভরযোগ্য তথ্যমতে, এবারের সম্মেলনে সভাপতি পদ প্রত্যাশীরা হলেন, সাভার উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবির, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে রয়েছেন সাভার উপজেলার বর্তমান চেয়ারম্যান  মঞ্জুরুল আলম রাজীব। তিনি বর্তমানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে আছেন।
সম্মেলনে মোট কাউন্সিলর ৩৩৪ জন। তারা উপজেলার দায়িত্বে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকেই স্বাগত জানাবেন বলে জানা গেছে।  সৎ, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ও ত্যাগী নেতারাই হোক সাভার উপজেলা আওয়ামীলীগের কাণ্ডারি এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের।
উপজেলা কমিটির বর্তমান সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, ঢাকা জেলার দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মাহাবুবুর রহমান, ঢাকা-২ আসনের সাংসদ এডভোকেট কামরুল ইসলাম এর উপস্থিত থাকার কথা রয়েছে।
Tag :

মৌলভীবাজারে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ! প্রশাসনের নিরব ভূমিকা

সাভার উপজেলা আওয়ামী লীগঃ সম্মেলনে ব্যস্ত পদ প্রত্যাশীরা

প্রকাশের সময় : ১১:৫৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে সাভার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গন। আয়োজনের পুরো প্রস্তুতিও শেষের দিকে।
সম্মেলনকে সামনে রেখে পদ প্রত্যাশীরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগে ব্যস্ত সময় পার করছেন। সেইসাথে তৃণমূলে চলছে ব্যাপক প্রচারনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন কর্মী সমর্থকরা। ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলার অলিগলি ও আশুলিয়া এবং সাভারের রাজপথ।
থেমে নেই একে অপরেকে কাদা ছোড়াছুড়ি ও কুৎসা রটানোর পুরোনো রীতিও। যা সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই এটাকে হীনমন্যতার বহিঃপ্রকাশ বলেও মনে করেন। তবে প্রতিদ্বন্দ্বীকে দূর্বল করতে এরকমই করছেন পদপ্রত্যাশী ও তাদের সমর্থকরা।
নির্ভরযোগ্য তথ্যমতে, এবারের সম্মেলনে সভাপতি পদ প্রত্যাশীরা হলেন, সাভার উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবির, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে রয়েছেন সাভার উপজেলার বর্তমান চেয়ারম্যান  মঞ্জুরুল আলম রাজীব। তিনি বর্তমানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে আছেন।
সম্মেলনে মোট কাউন্সিলর ৩৩৪ জন। তারা উপজেলার দায়িত্বে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকেই স্বাগত জানাবেন বলে জানা গেছে।  সৎ, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ও ত্যাগী নেতারাই হোক সাভার উপজেলা আওয়ামীলীগের কাণ্ডারি এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের।
উপজেলা কমিটির বর্তমান সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, ঢাকা জেলার দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মাহাবুবুর রহমান, ঢাকা-২ আসনের সাংসদ এডভোকেট কামরুল ইসলাম এর উপস্থিত থাকার কথা রয়েছে।