

আজ ২৪ আগস্ট সাংবাদিক এম এ ওহাব এর পুত্র সাইফুল ইসলাম উৎসববের শুভ জন্মদিন। হাটি হাটি পা পা করে ১১ বছর পুর্ন করলো উৎসব। আজ সকালে তার প্রিয় বিদ্যাপীঠ কুমারখালীর ১০০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে উৎসব প্রাথমিক শিক্ষার সমাপনী করেছেন। সেই বিদ্যালয়ে সবুজায়নের লক্ষে গাছের চারা রোপন করেন। উৎসব এখন কুমারখালী এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীতে অধ্যায়ন করছে। মানুষের মতো মানুষ হওয়া জন্য সবার দোয়া কামনা করেছে উৎসব। উল্লেখ্য উৎসবের জন্মদিনে এম আর সংস্থার পক্ষ থেকে বেশ কিছু গাছের চারা উপহার দেওয়া হয়।