
সন্রাস মাদক ও জঙ্গীবাদ মুক্ত করতে চাই কুমারখালী থানার অফিসার ইনর্চাজ এ কে এম মিজানুর রহমান। কুমারখালী থানায় যোগদানের পর থেকেই ব্যাপক উন্নয় মুলক কাজ করে চলেছেন। এর সাথে সাথে মাদক ব্যবসায়ীরা ও সন্রাস জংঙ্গীবাদরা চরম আতংকের মধ্যে রয়েছে বলে জানা যায়।
কুমারখালী এলাকার যুবসমাজ যখন মাদকের ছোবলে ধ্বংশের দ্বারপ্রান্তে চলছিল ও সন্রাস জঙ্গীবাদের আস্তানা হয়ে উঠেছিলো ঠিক সেই সময় কুমারখালী থানার (ওসি) হিসেবে যোগদান করেন তিনি। যোগদান করার সাথে সাথে তিনি মাদকের বিরুদ্ধে ও সন্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং কুমারখালী থানার সকল কর্মকর্তদের কে ডেকে কঠোর ভাবে নিদের্শনা দিয়েছেন যে, এদের সাথে কোন আপস নেই আমাদের।
(ওসি) এ কে এম মিজানুর রহমান গত ০৮-১১-২০১৮ ইং তারিখে (ওসি) হিসেবে যোগদান করেন কুমারখালী থানায়। এর আগে তিনি নেত্রকোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিষ্ঠার ও সুনামের সঙ্গে দায়িত্ব-কর্তব্য পালন করে আসছেন। কুমারখালী থানার সচেতন নাগরিক মহল বলেন যে, (ওসি) এ কে এম মিজানুর রহমান সাহেব আমাদের কুমারখালী থানায় যোগদান করার পর থেকে দেখছি যে, তার নেতৃত্যে দিনরাত অভিযান করে চলেছেন।