
গত কয়েকদিন থেকে সারা দেশজুড়ে শৈত্যপ্রবাহের কারণে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত। দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।
ঘন কুয়াশার কারণে আজ শনিবার লংগদু উপজেলার জেলে, কৃষক,বোট চালক,গাড়ী চালক সহ সকলে সমস্যার সমুক্ষীন হচ্ছে।
লংগদু উপজেলার মাইনীমূখ বাজারে প্রতি শনিবার সাপ্তাহিক বাজার বসে।হাজারো মানুষের আগমন ঘটে। কিন্তু আজকে যারা নদী পথে বাজারে যাত্রা করেছে তারা অনেকেই ঘন কুয়াশার কারণে পথ ভুলে নদীতে ঘুরাঘুরী করে নিজেদের গন্তব্য হারিয়ে ফেলে।
একজন বোট চালকের সাথে কথা বলে জানা গেলো তিনি প্রায় ঘন্টা খানেক সময় নদীতে ঘুর ছিলো পরে তিনি একটি পাড়ের কিনারা ধরে রাস্তা খুজে পান।তিনি বলেন বিশেষ করে খাগড়াছড়ি, চাইল্যাতলী, নতুনবাজার সহ,এইসব এলাকার মানুষ গুলো সমস্যায় ভোগছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর শুক্রবার প্রকাশিত
দেশের উত্তর পশ্চিমাঞ্চলের অঞ্চলগুলোতে হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।