পাঠিত হয়েছে: 108

রাঙামাটির পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে শুরু হয়েছে অনূর্ধ্ব -১৬ ফুটবল টুর্নামেন্ট। উক্ত উদ্ভোধনী টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আলমগীর কবীর, পিপিএম সেবা মহোদয়।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামান, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ- সভাপতি সাংবাদিক সুনিল কান্তি দে, সভাপতি বরুন বিকাশ দেওয়ান, সহ- সভাপতি এডভোকেট মানুনুর রশিদ মানুন এবং উক্ত টুর্নামেন্ট উদ্ভোধনীর উপস্থাপক হিসেবে ছিলেন শফিউল আজম।
উক্ত উদ্ভোধনীতে প্রধান অতিথি বলেন, অনূর্ধ্ব -১৬ টুর্নামেন্ট অনেক আগে শুরু হয়ে শেষ হয়ে যেত কিন্তু তা এতোদিন শুরু না হওয়ার কারণ হলো রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার আর্থিক সংকট।তবে এই আর্থিক সহায়তা না থাকাটা জেলা ক্রীড়া সংস্থা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল।