
সারাদেশের ভিবিন্ন জায়গায় যে ভাবে বৃষ্টিপাত হচ্ছে ঠিক তেমনি পাহাড়ী অঞ্চল গুলোতেও আজ সারা দিন আকাশ খারাফ করে আছে। মাঝেমধ্যে ছিটাছিটা বৃষ্টি এবং সন্ধার পর থেকে ভারী বৃষ্টি সহ হালকা বাতাশ বয়ে চলছে।
একদিকে শীত তারপরে বৃষ্টি, বাতাশ, দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এখন এই সময় লংগদু উপজেলায় ভিবিন্ন স্থানে কৃষি কাজের সময়। কিন্তু শৈত্যপ্রবাহ বৃদ্ধির ফলে ঠিকমত কাজে কর্মে মনযোগ দিতে পারছেনা কৃষকরা।
অনেকে ভিবিন্ন জাতের বীজ রোপন করলেও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সাধারণ কৃষকরা।
তাছাড়া আবহাওয়া অফিসের তথ্যমতে আরো কয়েকদিন আবহাওয়া খারাফ থাকবে বলেও জানা যায়।