০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৩০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ

শীতের আমেজে ভিড় জমেছে রাঙামাটি শহরের ফুটপাত

  • Reporter Name
  • প্রকাশের সময় : ০২:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
  • 277
সাম্প্রতি কয়েক দিন ধরে  হালকা হালকা বাতাস আর গুটি গুটি বৃষ্টি হওয়ার ফলে পার্বত্য জেলা রাঙামাটিতে পড়ছে তীব্র শীত। আর সেই তীব্র শীতে জমে উঠেছে রাঙামাটি শহরের ফুটপাতগুলো। রাঙামাটির বনরুপা এলাকা থেকে শুরু করে টিএনটি, দেবাশীর্ষ নগর, কলেজ গেইট এলাকায় ভিড় জমেছে শীতে কাপড় কেনার ক্রেতাদের।
কয়েজন ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, হঠাৎ কয়েক দিন ধরে তীব্র শীত পড়ায় শীতের কাপড় কিনতে এসেছেন তারা। তবে আগের চাইতে একটু বেশি শীত পড়ায় বিক্রেতারা শীতের কাপড়ে একটু দাম বেশি ধরছে। তবুও তীব্র শীতে পছন্দের মত শীতের কাপড় পেয়ে খুশি তারা।
আর একদিকে বিক্রেতারা বলছেন, আগের চাইতে এখন শীত একটু বেশী হওয়ায় ক্রেতারা দোকানে এসে ভিড় জমাচ্ছে পছন্দের মত কাপড় নিচ্ছে। ন্যায্য  মূল্যে কাপড় বিক্রি করতে পেরে লাভের আশা করছেন বিক্রেতারা।
Tag :

মৌলভীবাজারে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ! প্রশাসনের নিরব ভূমিকা

শীতের আমেজে ভিড় জমেছে রাঙামাটি শহরের ফুটপাত

প্রকাশের সময় : ০২:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
সাম্প্রতি কয়েক দিন ধরে  হালকা হালকা বাতাস আর গুটি গুটি বৃষ্টি হওয়ার ফলে পার্বত্য জেলা রাঙামাটিতে পড়ছে তীব্র শীত। আর সেই তীব্র শীতে জমে উঠেছে রাঙামাটি শহরের ফুটপাতগুলো। রাঙামাটির বনরুপা এলাকা থেকে শুরু করে টিএনটি, দেবাশীর্ষ নগর, কলেজ গেইট এলাকায় ভিড় জমেছে শীতে কাপড় কেনার ক্রেতাদের।
কয়েজন ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, হঠাৎ কয়েক দিন ধরে তীব্র শীত পড়ায় শীতের কাপড় কিনতে এসেছেন তারা। তবে আগের চাইতে একটু বেশি শীত পড়ায় বিক্রেতারা শীতের কাপড়ে একটু দাম বেশি ধরছে। তবুও তীব্র শীতে পছন্দের মত শীতের কাপড় পেয়ে খুশি তারা।
আর একদিকে বিক্রেতারা বলছেন, আগের চাইতে এখন শীত একটু বেশী হওয়ায় ক্রেতারা দোকানে এসে ভিড় জমাচ্ছে পছন্দের মত কাপড় নিচ্ছে। ন্যায্য  মূল্যে কাপড় বিক্রি করতে পেরে লাভের আশা করছেন বিক্রেতারা।