০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৩০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ

শরীয়তপুরে প্রেমের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর দাঁত ভেঙ্গে দিল বখাটে

  • Reporter Name
  • প্রকাশের সময় : ০৭:১৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
  • 257

শরীয়তপুরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শরীয়তপুর সরকারী কলেজছাত্রী খাদিজা (১৯) কে ইটের আঘাতে তিনটি দাঁত ভেঙে দিয়েছে বখাটে আজমির উল্লাহ উমিড (১৮) ।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহত খাদিজা সদর উপজেলার চর কোয়ারপুর গ্রামের আবুল কালাম ঢালীর মেয়ে ও শরীয়তপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। বখাটে আজমির উল্লাহ উমিড শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের শাহ আলম খানের ছেলে। এ ঘটনায় খাদিজার বাবা বাদী হয়ে পালং মডেল থানায় বুধবার রাতে মামলা দায়ের করেছেন।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন জানান, বখাটে আজমির উল্লাহ উমিড বিভিন্ন সময় খাদিজাকে উত্ত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে আজমির উল্লাহ উমিড খাদিজাকে উত্ত্যক্তসহ আজেবাজে কথা বলে। এর প্রতিবাদ করায় বখাটে উমিড খাদিজার মুখে ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই খাদিজার তিনটি দাঁত পড়ে যায়। এছাড়া আরো কয়েকটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায় সহপাঠীরা খাদিজাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় খাদিজার বাবা আবুল কালাম ঢালী বাদী হয়ে আজমির উল্লাহ উমিড ও তার কয়েকজন অজ্ঞাতনামা সহযোগীর নামে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

Tag :

মৌলভীবাজারে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ! প্রশাসনের নিরব ভূমিকা

শরীয়তপুরে প্রেমের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর দাঁত ভেঙ্গে দিল বখাটে

প্রকাশের সময় : ০৭:১৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯

শরীয়তপুরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শরীয়তপুর সরকারী কলেজছাত্রী খাদিজা (১৯) কে ইটের আঘাতে তিনটি দাঁত ভেঙে দিয়েছে বখাটে আজমির উল্লাহ উমিড (১৮) ।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহত খাদিজা সদর উপজেলার চর কোয়ারপুর গ্রামের আবুল কালাম ঢালীর মেয়ে ও শরীয়তপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। বখাটে আজমির উল্লাহ উমিড শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের শাহ আলম খানের ছেলে। এ ঘটনায় খাদিজার বাবা বাদী হয়ে পালং মডেল থানায় বুধবার রাতে মামলা দায়ের করেছেন।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন জানান, বখাটে আজমির উল্লাহ উমিড বিভিন্ন সময় খাদিজাকে উত্ত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে আজমির উল্লাহ উমিড খাদিজাকে উত্ত্যক্তসহ আজেবাজে কথা বলে। এর প্রতিবাদ করায় বখাটে উমিড খাদিজার মুখে ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই খাদিজার তিনটি দাঁত পড়ে যায়। এছাড়া আরো কয়েকটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায় সহপাঠীরা খাদিজাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় খাদিজার বাবা আবুল কালাম ঢালী বাদী হয়ে আজমির উল্লাহ উমিড ও তার কয়েকজন অজ্ঞাতনামা সহযোগীর নামে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।