
নাটোরের লালপুরে ১৭মার্চ মুজিব শতবর্ষ, ২৫মার্চ গণহত্যা ও ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫মার্চ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম মোলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলি সহ উপজেলার সকল কর্মকর্তা এবং উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।