০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

লালপুরে ঐতিহাসিক‘ময়না যুদ্ধ’ দিবস আজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : ০৩:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
  • 271

আজ ৩০ মার্চ নাটোরেরলালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস।

১৯৭১সালের এই দিনে উত্তরবঙ্গেসর্বপ্রথম উপজেলার ময়না গ্রামে পাকিস্তানীহানাদারবাহিনীর সাথে লালপুর উপজেলার মুক্তি পাগল জনতা, ইপিআরও আনসার বাহিনীর সম্মুখযুদ্ধ হয়েছিলো।  এ ময়না যুদ্ধে প্রায়অর্ধশত বাঙালি শহীদ ও৩২ জন আহত হন। সেই থেকে দিবসটিকে ঐতিহাসিক‘ময়না যুদ্ধ’ দিবস হিসাবেবিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠননানা কর্মসূচির মধ্যে দিয়ে পালনকরে আসছে। প্রতিবছর এউপলক্ষে ময়ন স্মৃতিসৌধ প্রাঙ্গনেমিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়।

Tag :

বালিয়াকান্দি মোটরসাইকেল সহ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ৩

You cannot copy content of this page

লালপুরে ঐতিহাসিক‘ময়না যুদ্ধ’ দিবস আজ

প্রকাশের সময় : ০৩:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০

আজ ৩০ মার্চ নাটোরেরলালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস।

১৯৭১সালের এই দিনে উত্তরবঙ্গেসর্বপ্রথম উপজেলার ময়না গ্রামে পাকিস্তানীহানাদারবাহিনীর সাথে লালপুর উপজেলার মুক্তি পাগল জনতা, ইপিআরও আনসার বাহিনীর সম্মুখযুদ্ধ হয়েছিলো।  এ ময়না যুদ্ধে প্রায়অর্ধশত বাঙালি শহীদ ও৩২ জন আহত হন। সেই থেকে দিবসটিকে ঐতিহাসিক‘ময়না যুদ্ধ’ দিবস হিসাবেবিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠননানা কর্মসূচির মধ্যে দিয়ে পালনকরে আসছে। প্রতিবছর এউপলক্ষে ময়ন স্মৃতিসৌধ প্রাঙ্গনেমিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়।