
আজ ৩০ মার্চ নাটোরেরলালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস।
১৯৭১সালের এই দিনে উত্তরবঙ্গেসর্বপ্রথম উপজেলার ময়না গ্রামে পাকিস্তানীহানাদারবাহিনীর সাথে লালপুর উপজেলার মুক্তি পাগল জনতা, ইপিআরও আনসার বাহিনীর সম্মুখযুদ্ধ হয়েছিলো। এ ময়না যুদ্ধে প্রায়অর্ধশত বাঙালি শহীদ ও৩২ জন আহত হন। সেই থেকে দিবসটিকে ঐতিহাসিক‘ময়না যুদ্ধ’ দিবস হিসাবেবিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠননানা কর্মসূচির মধ্যে দিয়ে পালনকরে আসছে। প্রতিবছর এউপলক্ষে ময়ন স্মৃতিসৌধ প্রাঙ্গনেমিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়।