
করোনা সংকটে ক্ষুদ্র ব্যবসায়ী ও হতদরিদ্র মানুষেরা তাদের দৈনন্দিন জীবন চালাতে মানসিক এবং আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন।
আজ সোমবার নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের এমন কিছু অসহায় মানুষের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী তার নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এছাড়া একই দিনে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে প্রতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের মাঝে উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী ত্রাণ সামগ্রী বিতরণ করেন।