
সম্প্রতি পেয়াঁজেরর পর লবনের দাম বৃদ্ধি পেয়েছে বলে দেশে যে গুজব ছাড়ানো হচ্ছে তার রেশ পাহাড়ের রাঙ্গামাটি জেলায়ও এসেছে। ইতিমধ্যেই রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি উপজেলাতে ও লবনের বাড়তি দাম রাখার অভিযোগ পাওয়া গেছে বলে জানানো গেছে। আর এই গুজবকে অঙ্কুরে বিনাশ করার উদ্দেশ্যে সর্তকতামূলক প্রচারনা চালাচ্ছে রাঙ্গামাটি জেলা পুলিশ।
রাঙ্গামাটি পুলিশ সুপারের অফিসিয়াল আইডি থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানানো হয়,,
সম্মানিত রাঙ্গামাটিবাসী,
লবনের মূল্য বৃদ্ধি পেয়েছে এমন একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে একটি কুচক্রি মহল সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।। বর্তমানে দেশে লবনের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং লবনের মূল্য বৃদ্ধির কোন সম্ভাবনা নেই। তাই জনগনকে গুজবে কান না দিতে ও বিভ্রান্তি না হতে অনুরোধ করা হয়েছে।
রাঙ্গামাটিসহ কোথাও লবনের অতিরিক্ত দাম চাওয়া হলে সাথে সাথে জেলা পুলিশ কন্ট্রোল রুম, রাঙ্গামাটি ০৩৫১-৬২০৪৪ জাতীয় জরুরী সেবা ৯৯৯ অথবা নিকস্থ থানায় জানাতে অনুরোধ করা হলো।