
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় জাতীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে শুরু হলো ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস ২০১৯ইং।
আজ ১৬ডিসেম্বর সোমবার লংগদু উপজেলা শেখ রাসেল মিনি স্টুডিয়াম মাঠে প্রশাসন, ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী,ভিবিন্ন পেশার সাধারন মানুষ,অফিস আদালতের কর্মকর্তা বৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিতির মাধ্যেমে জাতীয় পতাকা উত্তলন করা হয়।

জাতীয় পতাকা উত্তলন করেন লংগদু উপজেলার নির্বাহী অফিসার জনাব প্রবীর কুমার রায়,লংগদু থানা ইনচার্জ জনাব সৈয়দ মোহাম্মদ নূর, লংগদু উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল বারেক সরকার।
জাতীয় পতাকা উত্তলনের পরপর প্রশাসন ও ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্যারেটে অংশ গ্রহন করেন। স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ভিবিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন।
এবং বিজয় দিবসকে কেন্দ্র করে ভিবিন্ন রকম খেলাদুলায় অংশগ্রহন করেন অনেকেই। আজ সন্ধায় প্রশাসনের উদ্যোগে লংগদু উপজেলা শেখ রাসেল মিনি স্টুডিয়ামে সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়েছে।