
বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে লংগদু উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহায়তায় বেগম রোকেয়া দিবস ও নারী নির্যানতন প্রতিরোধের আয়োজন করা হয়েছে।
আজ ৯ডিসেম্বর ১৯ সকাল সাড়ে ১১.৩০ সময় লংগদু উপজেলা হলে আয়োজিত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা চেয়ারম্যান জনাব আবদুল বারেক সরকার।
লংগদু মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আখি চাকমার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা ফোরকান আহম্মদ, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, শিক্ষিকা বান্টি চাকমা।
শেষে পাঁচটি ক্যাটাগড়িতে পাঁচ জনকে পুরস্কার সনদপত্র প্রদান করা হয়। তারা হলেন, অর্থনৈতিক সফল্য অর্জনের জন্য নির্বাচিত হলেন উপজেলার তিনটিলা এলাকার স্বপ্না চাকমা।
শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তিনটিলা এলাকার মান্টি চাকমা, সফল জননী নারী মধুয়াছড়া ও ঝর্নাটিলা এলাকার লতিফা বেগম,
নির্যাতনের সৃতি মুছে ফেলে নতুন ভাবে জীবন শুরু করেছ যে নারী লংগদু বাজার এলাকার মোছাঃ রোকেয়া আক্তার,
সমাজ উন্নয়নে অসমান্য অবদান রেখেছে যে নারী লংগদু উপজেলা (বর্তমান) ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।