
করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলের সচেতনতায় বাহির থেকে কোন ব্যক্তি আসলে যে পরিবারে আসবে সে পরিবারকে লকডাউন করছে স্থানীয় প্রশাসন।
লংগদু উপজেলার কালাপাকুজ্জা গ্রামের হোসেনপুর ৮নং ওয়ার্ডের তিন পরিবারকে রবি বার ১২ এপ্রিল সকালে লকডাউন করা হয়েছে বলে জানা যায়। হোসেনপুর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আজিজ জানায় প্রথমটি মোঃ নুরুল আলমের ছেলে ঢাকা নারায়নগন্জ থেকে আসছে , দ্বীতৃয় মৃত নুর রহমানের পরিবার ওনার বড় ছেলে আসছে খাগড়াছড়ি পাহাড়ী এলাকা থেকে, তৃতীয় পরিবার আসছে রাঙ্গামাটি সদর থেকে সজিব ও রাজিব দুই ভাই, তাই তাদেরকে ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে।
ইউপি সদস্য আব্দুল আজীজ আরো জানান তারা বাড়িতে আসছে এবিষয় আমরা জানতে পেরে লংগদু থানা ইন্চার্জের সাথে কথা বলে উক্ত পরিবার গুলোকে লকডাউন করানো হয়। তিনি বলেন তাদের যে প্রতিদিনর খাদ্যসামগ্রী তা আমরা নিজ দায়িত্বে তাদের বাড়িতে পৌছে দিচ্ছি এবং দেবো। এলকার মানুষের স্বার্থে তাদেরকে লকডাউন করা হয়েছে।