১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

লংগদুতে লকডাউন আছে আরো তিন পরিবার

  • Reporter Name
  • প্রকাশের সময় : ০৭:৩২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
  • 221
করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলের সচেতনতায় বাহির থেকে কোন ব্যক্তি আসলে যে পরিবারে আসবে সে পরিবারকে লকডাউন করছে স্থানীয় প্রশাসন।
 
লংগদু উপজেলার কালাপাকুজ্জা গ্রামের হোসেনপুর ৮নং ওয়ার্ডের তিন পরিবারকে রবি বার ১২ এপ্রিল সকালে  লকডাউন করা হয়েছে বলে জানা যায়। হোসেনপুর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আজিজ জানায় প্রথমটি মোঃ নুরুল আলমের ছেলে ঢাকা নারায়নগন্জ থেকে আসছে , দ্বীতৃয় মৃত নুর রহমানের পরিবার ওনার বড় ছেলে আসছে খাগড়াছড়ি পাহাড়ী এলাকা থেকে, তৃতীয় পরিবার আসছে রাঙ্গামাটি সদর থেকে সজিব ও রাজিব দুই ভাই, তাই তাদেরকে ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে। 
 
ইউপি সদস্য আব্দুল আজীজ আরো জানান তারা বাড়িতে আসছে এবিষয় আমরা জানতে পেরে লংগদু থানা ইন্চার্জের সাথে কথা বলে উক্ত পরিবার গুলোকে লকডাউন করানো হয়। তিনি বলেন তাদের যে প্রতিদিনর খাদ্যসামগ্রী তা আমরা নিজ দায়িত্বে তাদের বাড়িতে পৌছে দিচ্ছি এবং দেবো। এলকার মানুষের স্বার্থে তাদেরকে লকডাউন করা হয়েছে। 
Tag :

বালিয়াকান্দি মোটরসাইকেল সহ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ৩

You cannot copy content of this page

লংগদুতে লকডাউন আছে আরো তিন পরিবার

প্রকাশের সময় : ০৭:৩২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলের সচেতনতায় বাহির থেকে কোন ব্যক্তি আসলে যে পরিবারে আসবে সে পরিবারকে লকডাউন করছে স্থানীয় প্রশাসন।
 
লংগদু উপজেলার কালাপাকুজ্জা গ্রামের হোসেনপুর ৮নং ওয়ার্ডের তিন পরিবারকে রবি বার ১২ এপ্রিল সকালে  লকডাউন করা হয়েছে বলে জানা যায়। হোসেনপুর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আজিজ জানায় প্রথমটি মোঃ নুরুল আলমের ছেলে ঢাকা নারায়নগন্জ থেকে আসছে , দ্বীতৃয় মৃত নুর রহমানের পরিবার ওনার বড় ছেলে আসছে খাগড়াছড়ি পাহাড়ী এলাকা থেকে, তৃতীয় পরিবার আসছে রাঙ্গামাটি সদর থেকে সজিব ও রাজিব দুই ভাই, তাই তাদেরকে ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে। 
 
ইউপি সদস্য আব্দুল আজীজ আরো জানান তারা বাড়িতে আসছে এবিষয় আমরা জানতে পেরে লংগদু থানা ইন্চার্জের সাথে কথা বলে উক্ত পরিবার গুলোকে লকডাউন করানো হয়। তিনি বলেন তাদের যে প্রতিদিনর খাদ্যসামগ্রী তা আমরা নিজ দায়িত্বে তাদের বাড়িতে পৌছে দিচ্ছি এবং দেবো। এলকার মানুষের স্বার্থে তাদেরকে লকডাউন করা হয়েছে।