
লংগদু উপজেলার বগাচত্বর ইউপি ৫নং ওয়ার্ড চেয়ারম্যানের ছেলে মোঃ কবির হোসেনের বাড়িতে গত শুক্রবার ১৭ এপ্রিল রাত প্রায় ১১.৩০ হতে ১৮ এপ্রিল রাত ১.৩০ এর মধ্যে ঘরের আসবাব পত্র চুরি করে দুর্বৃত্তরা।
বাড়ির মালিক জানান রাত ১০ টার দিকে আমি প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে ঘুমাতে যাই। এবং রাত ১.৩০ সময় প্রাকৃতিক ঢাকে বাহিরে আসলে দেখি আমার পাশের ঘরের দরজা খোলা রয়েছে, যেখানে আমার ঘরের আসবাব পত্র রাখা আছে।
ঘরের দরজা খোলা দেখে আমি তখন ঘরের ভিতরে প্রবেশ করি। ঘরে ঢুকে দেখতে পাই আমার ঘরে থাকা দুইটি সৌরবিদুৎ সোলার ব্যাটারি ঘরে নাই যার বাজার মূল্য ৫৮ হাজার টাকা এবং ঘরে থাকা বড় হাড়ি পাতিল গুলো নাই যার বাজার মূল্য ১৮ হাজার টাকা।
তখন এ অবস্থা দেখে আমি চিৎকার চেঁচামেচি করলে পার্শবর্তী লোকজন আসে এবং তারা তা সরেজমিনে দেখে। তিনি আরো বলেন ১৬ তারিখ রাতেও দুর্বৃত্তরা তার বাড়িতে আসে এবং মালামল রাখা ঘরে আমাকে খুঁজে আমি আমার পাশের ঘরে থাকায় আমাকে না পেয়ে ঘরের বাহিরে দিয়ে দরজা লাগিয়ে চলে যায়। ঐদিন তারা মালামাল চুরি করেনি। তারপরের দিন আবার আসে আমাকে হত্যা করার উদ্দেশ্য করে কিন্তু আমাকে না পেয়ে তারা আমার ঘর লুটপাট করে।
এসব বিষয় আমি স্থানীয় ইউপি সদস্য ও জনপ্রতিনিধিদের জানাই তারা কোন সাড়া না দেওয়াতে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু তাকে বিষয়টি জানাই তিনি আমাকে আইনের আশ্রয় নিতে বলে। তারপর আমি লংগদু থানা ইনচার্জ বরাবর সন্দেহ বাজন ১০জন ও অজ্ঞাত ৫ জনের নামে একটি অভিযোগ দাখিল করি।
তিনি বলছেন এখন আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত আছি। আমি চাই সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের কে আইনের আওতায় নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাড় করানো হোক।
এদিকে ইউপি সদস্য জমসেদ হাজীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান বিষয়টি সম্পর্কে আমাকে জানানো হয় এবং সে তার ব্যাটারির মূখ (ঢাকনা) ৬টি পথিমধ্যে পায় সে গুলো আমাকে দেখানো হয়।