
ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব, এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ০২ মার্চ সোমবার ২০২০ ইং লংগদু উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়।
উক্ত সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বে উপজেলা সদর সড়কে একটি র্যালী বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলের সামনে এসে র্যালী শেষ করে এবং উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষিত হয়।
আলোচনা সভায় নির্বাচন অফিসের পক্ষথেকে অনেকের হাতে স্মার্ট ভোটার আইডি কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার,উপস্থিত ছিলেন জনাব সৈয়দ মোহাম্মদ নুর অফিসার ইনচার্জ লংগদু থানা,জনাব আব্দুল বারেক সরকার উপজেলা পরিষদ চেয়ারম্যান লংগদু,জনাব সিরাজুল ইসলাম ভাইস চেয়ারম্যান লংগদু উপজেলা পরিষদ,জনাবা আনোয়ারা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান লংগদু উপজেলা পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী, ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
উপস্থিত আলোচনায় বলা হয় ২০১৯ সালে ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হলেও এবার ০২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। গত ২৬ জানুয়ারী চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সময়সূচির আইন সংশোধনসহ সংসদে পাস হয়েছে। এতে করে ভোটার তালিকা হালনাগাত কার্যক্রম ৩০ দিনের পরিবর্তে ৬০ দিন করা। পাশাপাশি ভোটার তালিকা প্রকাশের সময়সূচী ২ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারী করার পরিবর্তে ২ জানুয়ারী থেকে ২ মার্চ করা হয়েছে।