
লংগদু উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মাসিক সম্বনয় সভা অনুষ্ঠিত হলো আজ ২৫নভেম্বর রোজ সোম বার সকাল ১০.০০ টা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু উপজেলার ইসলামী ফাউন্ডেশনের এফএস মহোদয় জনাবমুহাম্মদ নুর কাদেরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা সোহেল আহম্দ সাহেব,এবং উপজেলার সাধারণ কেয়ারটেকার,শিক্ষক/শিক্ষীকা বৃন্দ।
সভায় শিক্ষকগনকে উদ্যেশ্য করে এফএস মহোদয় বলেন সকল ছাত্র/ছাত্রীদের ভালো করে পাঠদান করাতে হবে।যাতে বছর শেষে অন্য প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র ছাত্রীরা ইসলামী ফাউন্ডেশনের মানমর্যাদা ধরে রাখতে পারে।
তিনি আরো বলেন যদি শিক্ষকগন ভালো করে পাঠদান করায় এতে করে ঐ এলাকায় শিক্ষকের ও মানমার্যাদা বৃদ্ধি পায়।
কচি কাচা বচ্ছাদের কুরআনের জ্ঞান ভালো ভাবে তাদের মাথায় গেথেঁ দিতে হবে।
এবং নতুন বছরে ছাত্র ছাত্রী ভর্তি করার জন্য প্রথম থেকে কাজ করে যেতে বলেন তিনি।