
নওগাঁর রাণীনগরের ঐতিহ্যবাহি শতবর্ষী কালীবাড়ি হাট কেন্দ্রীয় মন্দিরের ত্রি-বার্ষিকী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার কমিটি গঠন উপলক্ষে মন্দির প্রাঙ্গনে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। কালীবাড়ি হাট কেন্দ্রীয় মন্দিরের আহবায়ক কমিটি এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ৩বছরের জন্য চন্দন কুমার মহন্তকে সভাপতি ও অমল কৃষ্ণ সরকারকে সাধারন সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রতন কুমার পোদ্দার, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার বসাক ও প্রচার সম্পাদক মনোরঞ্জন চন্দ্র।