
রাঙ্গামাটি জেলা শহরের পুলিশ সুপারে কার্যালয়ের সংলগ্ন নিচের রাস্তায় আগুনে পুড়ে গেছে বস্তির ৫ কাঁচা ঘর ও দোকান।
আজকে সকালে বাবুল সওদাগরের ভাড়া বাসার রান্নার চুলার থেকে এই আগুনের সূত্রপাক হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে রাঙ্গামাটির ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট প্রায় ৩০ মিনিট ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসতে সক্ষম হয়।
এছাড়া স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস,পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুনের ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক জানা যায় নি।
এদিকে, রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।