
রাঙামাটিতে জেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৭-০২-২০২০ বৃহস্পতিবার, সকালে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমীতে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নরুল হুদার সভাপতিত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন সহ ১০ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে মোট ২৮ টি জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে প্রাথমিক পর্যায়ে প্রথম বিজয়ী দল বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় বিজয় দল রানীদয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৃতীয় বিজয়ী দল নানিয়াচর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ।
মাধ্যমিক পর্যায়ে প্রথম বিজয়ী দল হয়েছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় বিজয়ী দল বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ তৃতীয় বিজয়ী দল পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম বিজয়ী দল রাঙামাটি সরকারি কলেজ, দ্বিতীয় বিজয়ী দল কাউখালী সরকারি ডিগ্রি কলেজ ও তৃতীয় বিজয়ী দল রাজস্থলী সরকারি কলেজ।