
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের একমাত্র সড়কের বেহাল অবস্থা। সড়কটি যেন এখন নিজেই অসুস্থ রোগী হয়ে পড়ে আছে,দেখার মত কেউ নেই। চলাচলের ভোগান্তিতে ভুগছে রোগী সহ সাধারন জনগন। বিশেষ করে অসুবিধা হচ্ছে গর্ভবতী মা’দের।
গত দুই বছর যাবৎ সড়কটি মেরামত করার কথা উঠলেও এখন পর্যন্ত রাঙ্গামাটি জেনারেল সদর হাসপাতালে একমাত্র যোগাযোগের সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। দিনে – রাত্রে আসা যাওয়া করতে মারাত্মক ঝুঁকি পোহাতে হয় রোগীদের।
এদিকে বার বার সড়কটি সংস্কার করার আশ্বাস দিলেও সড়কটি সংস্কারের কোন পদক্ষেপ হাতে নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
তাই সড়কপথের সংশ্লিষ্ট প্রশাসন সহ হাসপাতাল কর্তৃপক্ষকে অবিলম্বে সদর হাসপাতাল রোডের সড়কটি দ্রুত সংস্কারে দাবি জানিয়েছে রোগীসহ এলাকার সাধারন জনগন।