
রাঙ্গামাটির, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম নিউ থাংনান এলাকায় ভাল্লুকের আক্রমনে পান্থ ত্রিপুরা (২১) নামে এক যুবকের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। সে স্থানীয় রবি ত্রিপুরার ছেলে বলে নিশ্চিত করেছে সাজেক ইউপি সদস্য জুপ্পুই থাং ত্রিপুরা।
জানা যায় যে, ১৬ নভেম্বর সকালে পাহাড়ে কাজ করার সময় হঠাৎ একটি বড় ভাল্লুক পান্থ ত্রিপুরার উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমন চালায়,এতে তার বাম হাত সহ শরীরে বেশ কয়েকটি অংশ ছিড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। পান্থ ত্রিপুরার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসায় ভাল্লুকটি গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে ৫৪ বিজিবি নিউ থাংনান বিওপির বিজিবি সদস্যরা রক্তাক্ত অবস্থায় পান্থ ত্রিপুরাকে উদ্ধার করে ক্যাম্পে এনে উন্নত চিকিৎসা দেয়। বর্তমানে সে এখন বিজিবি’র হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।