
সচেতনতা প্রস্তুতি ও প্রশিক্ষনে দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাঙ্গামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস স্টেশন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে রাঙ্গামাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার রাঙ্গামাটি ফায়ার সার্ভিস স্টেশনে এসে র্যালি শেষ হয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র জামাল উদ্দিন। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার আব্দুল আউয়াল,স্টেশন অফিসার উদয়ন চাকমাসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বৃন্দ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সচেতনতা ও প্রস্তুতি ও প্রশিক্ষন দুর্যোগ মোকাবেলারর একমাত্র উপায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত রাঙামাটি শহরে বিভিন্ন কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ হাসপাতাল পরিদর্শন করে অগ্নি নির্বাপক ও দুর্যোগ মোকাবিলা প্রতিরোধে সচেতনতা করা হয়েছে।তার সাথে আরো স্কুল প্রতিষ্ঠান পর্যায়ে মহড়া পরিচালনাসহ প্রশিক্ষন প্রদান করা হয়েছে। হাটবাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে অগ্নি সচেতনতা ও সর্তকতার বিষয়ে আলোচনা করা হয়েছে।