
বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের আয়োজনে শনিবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতুর চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট শাখার ভাইস চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন, সেক্রেটারি মাহফুজুর রহমান, মনোয়ারা আক্তার জাহান, সাওয়ান উদ্দিন, দানবীর চাকম সহ বিভিন্ন উপজেলা থেকে আগত রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্যবৃন্দ ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট একটি আর্তমানবতার সেবাই নিয়োজিত সংস্থা। দায়িত্বরত সকলেই রেড ক্রিসেন্টের সেবা সমূহকে পুরো জেলায় বিস্তৃত করতে বদ্ধপরিকর।সভায় রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি অনুসরণ করে ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে রাঙ্গামাটি রেড সোসাইটি ইউনিটের কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহব্বান জানান বক্তরা