
বাঘাইছড়ি উপজেলাধীন পশ্চিম মুসলিম ব্লক এলাকায় স্থানীয় ১২ পরিবারকে লক ডাউনের ঘোষণা করা হয়েছে।বাঘাইছড়ি পৌরসভাধীন ২নং ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকায় এই ঘটনা ঘটে।
শনিবার(২৮ মার্চ ) বেলা সাড়ে ১১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু সরেজমিনের ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই লকডাউনের ঘোষণা করেন।এসময় উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী-বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঢাকা থেকে ট্রেনিং করে বাড়ি ফিরে আসা এক আনসার সদস্যের অসুস্থাবস্থায় আছে মর্মে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার বাসা গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে তার সাথে কথা বলে।

জানা গেছে, ঢাকা থেকে ট্রেনিং করে বাড়ি ফিরে আসা এক আনসার সদস্যের অসুস্থাবস্থায় আছে মর্মে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার বাসা গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে তার সাথে কথা বলে।
তার দেয়া ভাষ্যানুসারে শারীরিক অসুস্থায় করোনাভাইরাস সংক্রামকের প্রাথমিক লক্ষণ পরিলক্ষিত দেখতে পাওয়ায় এই সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। উপজেলার এক মাত্র স্ব্যাস্থ্য কেন্দ্রে করোনার কোন চিকিৎসা ব্যাবস্থা না থাকায় অসুস্থ্য ব্যক্তিকে চট্রগ্রামে পাঠানোর ব্যাপারে প্রস্তুতি নেয়া হচ্ছে।