
করোনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউনে ঘর বন্দি রাঙামাটি জেলার ২০ জন ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ফুটবল দল ও বসুন্ধরা কিংস ক্লাবের ফুটবলার নুরুল নাঈম ফয়সাল।
এমন দুর্দিনে রাঙামাটি জেলা ফুটবলাররা যাতে অনাহারে না থাকে সেজন্য ব্যাক্তিগত ভাবে ত্রাণ দিয়ে জাতীয় ফুটবলার ফয়সাল সহযোগীতার হাত বাড়িয়ে দেন।
সোমবার জাতীয় ফুটবলার ফয়সালের পক্ষে রাঙামাটি জেলা ফুটবলারদের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃমামুন ও জেলা ফুটবল দলের খেলোয়াড় মোঃ হানিফ।
রাঙামাটি জেলা ফুটবলারদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ জানিয়ে জেলা ফুটবল দলের খেলোয়াড় মোঃ হানিফ বলেন,
রাঙামাটিতে যারা শুধু ফুটবলের ওপর ভরসা করে জীবন যাপন করেন, তাদের অন্য কোন আয়ের পথ না থাকায় পরিবার – পরিজন নিয়ে খুব কষ্টে আছেন। এসব ফুটবলারদের দুর্দিনে ফয়সাল ভাইয়ের মত স্বচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠনদের এগ্রিয়ে আসার আহবান জানান জেলা দলের এই ফুটবলার।