
শুক্রবার(০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিট এর সময়ে রাঙামাটি টিএন্ডটি এলাকায় একটি বাসা বাড়ির রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার হতে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। পরে বাড়ির লোকজনের চিৎকার শুনে আশে পাশের স্থানীয় লোকেরা ঘটনাস্থলে ছুটে যায় এবং সাথে সাথে রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগে বাড়ির লোকেরা আগুন লাগা গ্যাসের সিলিন্ডারটি উপর ভেজা কম্বল ঝাঁপিয়ে দিয়ে আগুন নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে আছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অক্ষত অবস্থায় পুড়ে যাওয়া গ্যাসের সিলিন্ডারটি বাড়ির বাইরে নিয়ে আছে এবং আগুন পুরোপুরিভাবে নিভে গেছে কি না পর্যবেক্ষণ করে ঘটনাস্থলে উপস্থিত সকলকে এধরনে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে কি করা করনীয় সে সর্ম্পকে বিশেষ ধারনা প্রদান করে।