
গভীর রাতে রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় ভয়াবহ আগুনে পুড়লো অর্ধশতাধিক দোকান।
বুধবার দিবাগত রাত সাড়ে তিন টার দিকে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।এতে প্রায় অর্ধশতাধিক দোকান ঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ৭/৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে তিনটার সময় পানহার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় এবং জ্বালানি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরন হয়ে আগুনটি দাবানলের মত চারিদিকে ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট, সেনাবাহিনী,
পুলিশ, রেড ক্রিসেন্টের সদস্যরা ও স্থানীয়দের সহায়তায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানিয়েছেন, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছি তবে পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লেগেছে। আগুনে প্রায় ৫০ টির অধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করেছেন।
এদিকে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান, পিএসসি, রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ, রাঙামাটি সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা।
এসময় তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।