
রাঙামাটিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের ৫ দিন ব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কর্মশালা রোববার (৫ জানুয়ারী) সকালে শহরের আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনষ্টিটিউট (আরপিটিআই) শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ শাহ্ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন। এসময় আরো বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আরপিটিআই এর আহ্বায়ক রেমলিয়ানা পাংখোয়া, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, পরিবার পরিকল্পনা দপ্তরের উপ- পরিচালক বেগম সাহানওয়াজ, আরপিটিআই এর অধ্যক্ষ ওবায়দুর রহমান সরদার বক্ত্যব রাখেন।