
সোমবার (১৬ ডিসেম্বর, ২০১৯) সকালে মহান বিজয় দিবস -২০১৯ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
সকালে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে মহান বিজয় দিবস অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ এবং রাঙামাটি জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর কবীর (পিপিএম) সেবা মহোদয়।
মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহন করা প্রতিষ্ঠানগুলোর মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।