
আজ ১লা মার্চ, ‘পুলিশ মেমোরিয়াল ডে’। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’ পালন করে রাঙামাটি জেলা পুলিশ। দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশের সদস্যরা ডিসি অফিস থেকে র্যালি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ করে। উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, পিপিএম-সেবা । পুলিশ সুপারের কার্যালয়ে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিস্তম্ভে কর্তব্যরত অবস্থায় মৃত্যু বরণকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে রাঙামাটি জেলায় অবস্থানরত কর্তব্যরত অবস্থায় মৃত্যু বরণকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের সাথে মতবিনিময় করে। এ সময় পুলিশ পরিবর্গের খোঁজখবর নেন এবং মৃত্যু বরণকারী পুলিশ সদস্যদের প্রতি গভীর শোক ও তাদের আত্নার শান্তি কামনা করেন। পরে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পরিবারবর্গকে স্বীকৃতি স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার আলমগীর কবির । এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাঈন উদ্দিন চৌধুরী’সহ রাঙামাটি জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।