
রাঙামাটিতে করোনা সন্দেহে আইসোলেশনে মারা যাওয়া ৫৫ বছর বসয়ী ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের অস্থিত্ব মেলেনি বলে বিষয়টি রাঙামাটি বিভাগ থেকে জানা গেছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও জানিয়েছেন, চট্টগ্রাম ফৌজদার হাট থেকে ৫৫ বছর বসয়ী মারা যাওয়া ব্যক্তিটির রিপোর্ট নেগেটিভ আসছে মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনার অস্থিত্ব মেলেনি।
মারা যাওয়া ব্যক্তিটি এর আগে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে তার শরীরে কন্ডিশনে করোনা লক্ষন পরিলক্ষিত হওয়ায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ব্যক্তিটিকে করোনা সন্দেহ করে তার শরীর থেকে রক্তের নমুনা দুই বার সংগ্রহ করে পরীক্ষা জন্য চট্টগ্রামে পাঠানো হয়। এদিকে তার শারীরিক অবস্থা অবনতি হয়ে রোববার দিবাগত রাত ২ টার সময় উক্ত ব্যক্তি মারা যায়।
পরে স্বাস্থ্য বিভাগের নিয়মঅনুযায়ী প্রশিক্ষিত কর্মীর মাধ্যমে করোনা রোগীদের মত করে উক্ত ব্যক্তির মরদেহ দাফন করা হয়।