
কুষ্টিয়ায় ১৫০ বছরের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া হাই স্কুলের সীমাহীন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশ হওয়ায় কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান বাদী হয়ে একের পর এক মামলা ও হামলা করার প্রতিবাদে দৌলতপুরে সাংবাদিকরা প্রতিবাদ সভা ও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন । খলিলুর রহমান ও তার মেয়ে সাদিয়া রহমান তুলি ফেসবুকে সাংবাদিকদের দেখে দেওয়ার হুমকি ও সাংবাদিকদেরকে কুকুরের সাথে তুলনা করার অভিযোগে আইসিটি আইনে কুষ্টিয়া মডেল থানায় দায়েরকৃত মামলা গ্রহনের দাবীতে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ক্রমেই ঝুকিপূর্ন পেশা হিসেবে আবির্ভূত হয়ে চলেছে। মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে এ ধরনের বাধা বিপত্তি শুধু গনমাধ্যমকেই বিপর্যস্ত করবে না বরং এটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত ধারনাকেও পাল্টে দিতে দেরী করবে না। উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ হতে গনমাধ্যমের উন্নয়নকল্পে যেসব প্রশংসনীয় কার্যক্রম হাতে নিয়েছে সেগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসীদের দেয়া মিথ্যা মামলা বিরাট অন্তরায় হয়ে দাড়াবে। মুক্ত কিংবা স্বাধীন সাংবাদিকতায় এ ধরনের মিথ্যা মামলা আগামী দিনের উজ্জ্বল সাংবাদিকতাকে কলঙ্কিত করবে এটা অবধারিতভাবে বলা যায়। সারাদেশে কুচক্রীদের ষড়যন্ত্রে কারাগারে আটক রয়েছেন অনেক সাংবাদিক এবং প্রতিনিয়ত মিথ্যা মামলার শিকার হচ্ছেন নতুন করে অনেকে। সত্য সংবাদ প্রকাশ বা বস্তুনিষ্টতার সাথে সাংবাদিকতা করলে তাদের উপর নেমে আসে এসব দুর্যোগ। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাযথ পদক্ষেপে সাংবাদিকতার ইতিহাস সম্ভাবনার দ্বার খুলতে শুরু করলেও কুচক্রীদের থাবা থেকে গনমাধ্যম বেরিয়ে আসতে পারছে না। বস্তুনিষ্টভাবে যারা সংবাদ পরিবেশন করছেন তাদের উপর নেমে আসছে একের পর এক মিথ্যা মামলার প্রতিবাদ করতেছি।