
কুষ্টিয়া জেলার কুমারখালী থানা পুলিশ এর আয়োজনে কুমারখালী ছেউড়িয়া জয়নাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ‘মাদক কে না বলিয়া ছেউড়িয়াকে সুন্দর করি’ শীর্ষক মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনবা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কুষ্টিয়া কুমারখালী থানাসহ কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করার জন্য সকলের সহযোগীতা চান এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার ঘোষনা দেন। স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ কুমারখালী থানাকে মাদকমুক্ত করার সহযোগীতা করবেন মর্মে প্রধান অতিথির কাছে ওয়াদাবদ্ধ হন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ কে এম মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, কুষ্টিয়া।