
৬ডিসেম্বর শুক্রবার লংগদু উপজেলা প্রশাসনের উদ্যেগে মাইনীমূখ বাজার ঢাকায়া পাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জনসাধারনকে কম্বল বিতরন করা হয়।
মাইনীমূখ ইউনিয়ন পরিষদের সামনে মোট ১৬২ পরিবারকে এই শীততাপ কম্বল বিতরন করেন লংগদু উপজেলা প্রশাসন।
কম্বল বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রবীর কুমার রায়, লংগদু থানা ইনচার্জ জনাব সৈয়দ মোহাম্মদ নূর,উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল বারেক সরকার,
উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মির সিরাজুল ইসলাম,মাইনী ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল আলী,সহ অত্র এলাকার জনসাধারন গন।
উল্লেখ্য যে মাইনীমূখ বাজার ঢাকায়া পাড়া ভায়াবহ অগ্নিকান্ডে পুড়ে চাই হয়েছিলো অনেক গুলো বসত বাড়ী ঘর।