
লংগদু উপজেলার ঐতিহ্য বাহী বিদ্যাপীঠ লংগদু মডেল কলেজ। লংগদু মডেল কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অদ্য রবিবার (১৫ডিসেম্বর),১৯ ইং লংগদু মডেল কলেজ এর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক খোন্দকার মোঃ হাসান আলী এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবদুল বারেক সরকার।
বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের ছেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা অর্জনের সময় পাক- হানাদার বাহিনীরা যা ক্ষতি করেছে, তারছেয়ে বেশি ক্ষতি করেছে রাজাকার, আল-বদর বাহিনী। তাই, তাদেরকে এদেশে কোন মতে ঠাই দেওয়া যাবে না।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, কলেজের বাণিজ্য বিভাগের প্রভাষক জনাব হারুন অর রশিদ,
তারা বলেন দীর্ঘ ৯মাস যুদ্ধের মাধ্যমে হাজারো তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি সবুজ শ্যামল বাংলাদেশ। তাই প্রতি বছর ১৬ ডিসেম্বর এই দিনে আমরা দেশ স্বাধীনের আনন্দ উপভোগ করে থাকি। ১৪ডিসেম্বর সকল শহীদের আত্বার মাগফিরাত কামনা করে থাকি।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক, শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।