
গত ১১ মে, ডা: কামরুল ইসলাম মনা সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে গঠিত ১৩ সদস্য বিশিষ্ট ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবকে ২৫ জুন অনুমোদন দিয়েছে জাতীয় অনলাইন প্রেসক্লাব । এ প্রসঙ্গে জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব প্রযুক্তিবিদ রোকমুনুরজামান রনি ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক সহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেছেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবকে সার্বিক সহযোগিতা করা হবে ।প্রেসক্লাব নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় ক্রান্তিকালে করোনা ভাইরাস মোকাবিলায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সকল সদস্য ঐক্যবদ্ধ ভাবে স্বাস্থ্য বিধি মেনে জনগনের পাশে দাঁড়াবেন। জাতীয় অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব প্রযুক্তিবিদ রোকমুনুরজামান রনি বলেন মানবিক কারণে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা ও জাতীয় অনলাইন প্রেসক্লাব যৌথ ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত সদস্য সাংবাদিকদের চিকিৎসা ও অন্যান্য সহযোগিতা করার জন্য “সাংবাদিক কল্যাণ তহবিল” গঠন করা হয়েছে ।আমরা জাতীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বনপা’র সভাপতি শামসুল আলম স্বপন -এর নির্দেশনায় আল্লাহর রহমতে ওই তহবিল থেকে বেশ কয়েক জন করোনায় আক্রান্ত অনলাইন সাংবাদিককে আর্থিক সহযোগিতা করতে সক্ষম হয়েছি । এ সহযোগিতা অব্যহত থাকবে ইনশাল্লাহ । ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের অগ্রগতি ও কল্যাণ কামনা করি ।