১২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

ভাসান্যদম শিলকাটাছড়া চাঁদা পেয়ে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : ০৯:০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • 374
মোঃ গোলামুর রহমান
 লংগদু উপজেলা শিলকাটাছড়া জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক দাবীকৃত চাঁদা ১লাখ ৭০হাজার টাকা না দেওয়ায় পানি সরবরাহের ফাইপ কেটে দেয় ও জীবন নাশের হুমকি দেয় সন্ত্রাসী সংগঠন জেএসএস।
এই অত্যাচারের প্রতিবাদে বুধবার ১২ ফেব্রুয়ারী  দুপুর ১২.০০ টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।
আয়োজনে শিলকাটাছড়া গ্রামবাসী, ভাসান্যাদম ইউপি। লংগদু, রাঙামাটি পার্বত্য জেলা।গত ৯ফেব্রুয়ারী রাতের আধারে সন্ত্রাসীরা এই কর্মকান্ড করে।
সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ স্টিয়ারিং কমিটির সদস্য আবু বক্কর মোল্লা, মোঃ সোলায়মান, মোঃ হাবিব আজম হাবিব, ও অন্যান্যদের মধ্যে মোঃ নূর হোসেন ও মোঃ নুরুল আবছার প্রমুখ।
বক্তরা লংগদু উপজেলা ভাসান্যদম ইউপি শিলকাটা ছড়ির খাবার পানি সরবরাহের ফাইপ কেটে দেওয়া ও নানিয়ারচরে নিরীহ বাঙালীদের উপর ইউপিডিএফের হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ক্ষতিগ্রস্থ ফাইপ লাইন পুনঃস্থাপন ও নানিয়ারচরে আহত বাঙালীদের সুচিকিৎসা নিশ্চিত করা ও সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবী জানান।
এদিকে শিলকাটাছড়ির জনসাধারন বলছেন পুনরায় পানির ফাইপ দিতে হবে এবং যদি পরবর্তীতে এমন গঠনা ঘঠে তাহলে পাহাড়ী সন্ত্রাসদের কঠিন জবাব দিতে হবে।  তারা বলছেন সন্ত্রাসীরা চাচ্ছে পাহাড়ী বাঙ্গালী হট্টগোল বেজাতে এবং পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করতে।  তাদের সন্ত্রাসী কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাদেরকে প্রতিহতকরা এখন সময়ের দাবী।এবং তারা আরো বলেন তিন দিনের মধ্যে সন্ত্রাসদের গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তি প্রধান করতে হবে।
Tag :

বালিয়াকান্দি মোটরসাইকেল সহ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ৩

You cannot copy content of this page

ভাসান্যদম শিলকাটাছড়া চাঁদা পেয়ে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
মোঃ গোলামুর রহমান
 লংগদু উপজেলা শিলকাটাছড়া জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক দাবীকৃত চাঁদা ১লাখ ৭০হাজার টাকা না দেওয়ায় পানি সরবরাহের ফাইপ কেটে দেয় ও জীবন নাশের হুমকি দেয় সন্ত্রাসী সংগঠন জেএসএস।
এই অত্যাচারের প্রতিবাদে বুধবার ১২ ফেব্রুয়ারী  দুপুর ১২.০০ টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।
আয়োজনে শিলকাটাছড়া গ্রামবাসী, ভাসান্যাদম ইউপি। লংগদু, রাঙামাটি পার্বত্য জেলা।গত ৯ফেব্রুয়ারী রাতের আধারে সন্ত্রাসীরা এই কর্মকান্ড করে।
সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ স্টিয়ারিং কমিটির সদস্য আবু বক্কর মোল্লা, মোঃ সোলায়মান, মোঃ হাবিব আজম হাবিব, ও অন্যান্যদের মধ্যে মোঃ নূর হোসেন ও মোঃ নুরুল আবছার প্রমুখ।
বক্তরা লংগদু উপজেলা ভাসান্যদম ইউপি শিলকাটা ছড়ির খাবার পানি সরবরাহের ফাইপ কেটে দেওয়া ও নানিয়ারচরে নিরীহ বাঙালীদের উপর ইউপিডিএফের হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ক্ষতিগ্রস্থ ফাইপ লাইন পুনঃস্থাপন ও নানিয়ারচরে আহত বাঙালীদের সুচিকিৎসা নিশ্চিত করা ও সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবী জানান।
এদিকে শিলকাটাছড়ির জনসাধারন বলছেন পুনরায় পানির ফাইপ দিতে হবে এবং যদি পরবর্তীতে এমন গঠনা ঘঠে তাহলে পাহাড়ী সন্ত্রাসদের কঠিন জবাব দিতে হবে।  তারা বলছেন সন্ত্রাসীরা চাচ্ছে পাহাড়ী বাঙ্গালী হট্টগোল বেজাতে এবং পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করতে।  তাদের সন্ত্রাসী কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাদেরকে প্রতিহতকরা এখন সময়ের দাবী।এবং তারা আরো বলেন তিন দিনের মধ্যে সন্ত্রাসদের গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তি প্রধান করতে হবে।