
মেঘলা আকাশ আর ভারী বৃষ্টি ও দমকা বাতাস বয়েতেছে রাঙামাটি শহরেও। রবিবার সকাল থেকে রাঙ্গামাটিতে আকাশ মেঘলা আর তার সাথে দমকা বাতাস ও ভারী ভারী বৃষ্টি পড়তে দেখা গেছে । যার ফলে রাঙ্গামাটির মানুষের মনে কিছুটা ভয়ের ভাব সৃষ্টি হয়েছে।
আর এদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসন থেকে আসন্ন ঘূর্নিঝড়ের ক্ষয়ক্ষতির মোকাবিলা ও পাহাড়ের তলদেশে বসবাসরত মানুষদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে প্রশাসন থেকে জেলা শহরে মাইকিং করা হচ্ছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ জানান, রাঙ্গামাটি জেলার জন্য নিদির্ষ্ট কোন সংকেত দেওয়া হয়নি।তবুও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলায় ঘূর্নিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ও ত্রান বিতরণের পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তারই সাথে জেলা শহরে ৪০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং পুলিশ বাহিনী, বিজিবি,ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ,রেড ক্রিসেন্ট ও স্কাউসসহ অন্যান্য সকল স্বেচ্ছাসেবী সংগঠনে সদস্যরা ও প্রস্তুত আছে বলে জানান জেলা প্রশাসক।
রাঙ্গামাটি শহরে সকাল থেকে দমকা বাতাস, ভারী ও মাঝারি বৃষ্টি হচ্ছে।
তবে নৌ চলাচল, যানবাহন চলাচল ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক লক্ষ্য করা গেছে।