
বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী বাজার থেকে রাত আটটার দিবে ইয়াবা সহ আটক করে সাবেক ইউপি সদস্য ওয়াসিম রেজা(পান্না)কে।গ্রেপ্তার করেছে বেতাগী থানার এস আই রাসেল।চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনিস্টেপ্টার মোঃ সিদ্দিকুর রহমান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে তাদের এই টিম অভিযান চালায়,অভিযানের সময় তারা ইয়াবা সহ ওয়াসিম কে বাংলালিংক টাওয়ারের ভিতর থেকে আটক করে।