
গতকাল ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দুপুরে কুষ্টিয়া কোর্ট প্রাঙ্গণে জাতিসংঘ স্বীকৃত বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাডঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এ্যাডঃ সুলতানা মমো।এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মেজবাহুর রহমান লিগার।
আলোচনা অনুষ্ঠান শেষে দৃষ্টি নন্দন র্যালী কুষ্টিয়া কোর্ট চত্বরের বিশেষ বিশেষ স্থান প্রদক্ষিন শেষে অফিসে এসে শেষ হয়।