০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৩০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ

বাসচাপায় শিক্ষক নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : ০৯:১৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
  • 276

অপরাধ ডেস্কঃ- বাগেরহাটের কচুয়ায় বাসচাপায় মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোদাচ্ছের আলী (৫৫) নিহত হয়েছেন। শনিবার বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার ফতেপুর বাজারের সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত প্রধান শিক্ষক শেখ মোদাচ্ছের আলীর বাড়ি কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মাসুদ সরদার জানান, খুলনা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফতেপুর বাজারের তিনটি চায়ের দোকানকে চাপা দেয়। এসময় বাসচাপায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ওই শিক্ষক ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় বাগেরহাট ফায়ার সর্ভিস তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা বাসটি ভাঙচুর ও রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে ।

Tag :

এডিসির পর সানজিদার বদলির খবরটি গুজব

বাসচাপায় শিক্ষক নিহত

প্রকাশের সময় : ০৯:১৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮

অপরাধ ডেস্কঃ- বাগেরহাটের কচুয়ায় বাসচাপায় মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোদাচ্ছের আলী (৫৫) নিহত হয়েছেন। শনিবার বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার ফতেপুর বাজারের সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত প্রধান শিক্ষক শেখ মোদাচ্ছের আলীর বাড়ি কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মাসুদ সরদার জানান, খুলনা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফতেপুর বাজারের তিনটি চায়ের দোকানকে চাপা দেয়। এসময় বাসচাপায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ওই শিক্ষক ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় বাগেরহাট ফায়ার সর্ভিস তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা বাসটি ভাঙচুর ও রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে ।