
ধুলো বালির অভাবে থমকে গেছে কুষ্টিয়া – রাজবাড়ী মহাসড়কের কাজ। কুষ্টিয়া চৌড়হাস মোড় থেকে পাংশা শিয়ালডাঙ্গি পর্যন্ত ২২২ কোটি
টাকার মেগা প্রকল্পের কাজ শুরু হবার পর চলতি বছরের সেপ্টেম্বর মাসেই শেষ হবার কথা। কিন্তু নানা প্রতিকুলতার কারনে আদতেও যথাসময়ে সড়কের কাজ শেষ হবে কিনা এটা এখন প্রশ্নবিদ্ধ। ১২ বছরের মধ্যে বালি মহলের বালি উত্তোলন বন্ধ না হলেও এবার প্রশাসনের কঠোর হস্তক্ষেপে মোটা অংকের আর্থিক জরিমানা অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড প্রদানের কারনে বন্ধ হয়েছে অবৈধ বালি উত্তোলন। ধুলোবালি সরবরাহ বন্ধের কারনে ইতিমধ্যে স্থবির হয়ে পড়ছে মহাসড়কের কাজ। অপরদিকে রোডের পাশের গাছ কাটাকে কেন্দ্র করে কিছু প্রতিবন্ধকতা শেষ হবার সাথ সাথেই বালি সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে রাস্তার পাশের বিদ্যুতের পোল যথাসময়ে সরানো হবে কিনা সেটাও দেখার বিষয়। কুমারখালী বাসষ্ট্যান্ডে গোলচত্বর হবার কারনে সড়কের পাশে ১৮ ফুট চওড়া করে গর্ত করা হয়েছে। কর্মব্যস্ত এলাকা হবার কারনে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও এখনো পর্যন্ত বালি ভরাট না হবার কারনে জনজীবন অতিষ্ঠ হবার পাশাপাশি বেশ কয়েকটি শোরুমসহ দোকানিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। জনস্বার্থে এবং রাষ্ট্রীয় কাজে সহায়তার জন্য দ্রুতগতিতে মহাসড়কের কাজ গতিশীল করার লক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।