
বাঘাইছড়িতে তারেক রহমানের ৫৫তম জন্মবার্ষিকী পালিত হয় আজ রোজ বুধবার ২০নভেম্বর। উক্ত অনুষ্ঠানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি ওমর আলী ওমর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপি’র সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি নিজামুদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম। আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তফা সহ উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া মুনাজাত করা হয়।এবং উপস্থিত বক্তারা বেগম জিয়ার নিঃশর্তে মুক্তির দাবী সহ সকল কারাবন্দী নেতৃবৃন্দদের মুক্তির দাবী জানিয়েছেন।