০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৩০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ

বাংলা র‍্যাপ গানের জনপ্রিয়তার শীর্ষে কুষ্টিয়ার রাহাত খান (প্রবলেম খান)

  • Reporter Name
  • প্রকাশের সময় : ১১:৪৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
  • 1902

যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন যায়গায় গড়ে উঠেছে শিল্পকলা ও সংগিত শেখানোর স্কুল।এর সাথে কেউ বা নিজেই নিজের এ্যালবাম বের করার তাগিদে মিউজিক ইন্সট্রুমেন্ট দিয়ে গেয়েছে অনেক প্রকার গান যেমনঃ বিভিন্ন বয়েজের গান,কভার সং ইত্যাদি। কিন্তু এমনও কি কাউকে চিনেন জিনি নিজের মেধা থেকে নিজেকে জনপ্রিয় করেছেন।হ্যা তিনি আর কেউ নন,তিনি কুষ্টিয়া জেলার রাহাত খান (প্রবলেম খান)।অন্যরা যখন কি গাইবে বা বিভিন্ন বয়েজের গানের সন্ধানে থাকেন রাহাত খান তখন নিজের মনের মধ্যে গান সাজাতে থাকেন।ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন বয়সের মানুষের কাছে।তার গানের তালিকায় যে গান টি শীর্ষ  তালিকায় রয়েছে সেটি হচ্ছে “মা”। এই গানটি গাওয়ার পরে প্রায় প্রত্যেকেরই মন চলে যায় গানটির উপরে।বিভিন্ন জায়গা থেকে বাধা বিপত্তি,রেশারেশি এবং তাচ্ছিল্যকর ভাষা কিছু অসাধু ব্যাক্তির কাছ থেকে আসলেও কিছু মনে করেন নি এই রাহাত খান।তিনি তার একটি গানে তার ভক্তদের এটাও বলে দিয়েছেন যে, সবাই অন্য কিছুতে ব্যাস্ত,প্রবলেম খান নাম কামাইতে ব্যাস্ত।সদ্য মুক্তি পাওয়া তার একটি গানের নাম হলো “খারাপ নগর”মুক্তি পেতে পেতেই তার গানটিও রয়েছে জনপ্রিয়তার শীর্ষে।এই বিষয়ে কুষ্টিয়ার বিভিন্ন ছেলে-মেয়েদের জিজ্ঞেস করা হলে তারা বলেন,রাহাত খান (প্রবলেম খান) আমাদেরই ভাই/সহপাঠী/বন্ধু ইত্যাদি ওর ট্যালেন্ট অনেক।আমরা দোয়া করি ও আরো বড় হোক আর আমারদের আরো সুন্দর সুন্দর গান দিয়ে মন মাতাক।

এছাড়াও তার অনেক গান লোকমূখে শোনা যায়।
চলুন দেখি আগামীতে আমরা তার কাছ থেকে কি গান উপহার পাই।

Tag :

মৌলভীবাজারে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ! প্রশাসনের নিরব ভূমিকা

বাংলা র‍্যাপ গানের জনপ্রিয়তার শীর্ষে কুষ্টিয়ার রাহাত খান (প্রবলেম খান)

প্রকাশের সময় : ১১:৪৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯

যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন যায়গায় গড়ে উঠেছে শিল্পকলা ও সংগিত শেখানোর স্কুল।এর সাথে কেউ বা নিজেই নিজের এ্যালবাম বের করার তাগিদে মিউজিক ইন্সট্রুমেন্ট দিয়ে গেয়েছে অনেক প্রকার গান যেমনঃ বিভিন্ন বয়েজের গান,কভার সং ইত্যাদি। কিন্তু এমনও কি কাউকে চিনেন জিনি নিজের মেধা থেকে নিজেকে জনপ্রিয় করেছেন।হ্যা তিনি আর কেউ নন,তিনি কুষ্টিয়া জেলার রাহাত খান (প্রবলেম খান)।অন্যরা যখন কি গাইবে বা বিভিন্ন বয়েজের গানের সন্ধানে থাকেন রাহাত খান তখন নিজের মনের মধ্যে গান সাজাতে থাকেন।ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন বয়সের মানুষের কাছে।তার গানের তালিকায় যে গান টি শীর্ষ  তালিকায় রয়েছে সেটি হচ্ছে “মা”। এই গানটি গাওয়ার পরে প্রায় প্রত্যেকেরই মন চলে যায় গানটির উপরে।বিভিন্ন জায়গা থেকে বাধা বিপত্তি,রেশারেশি এবং তাচ্ছিল্যকর ভাষা কিছু অসাধু ব্যাক্তির কাছ থেকে আসলেও কিছু মনে করেন নি এই রাহাত খান।তিনি তার একটি গানে তার ভক্তদের এটাও বলে দিয়েছেন যে, সবাই অন্য কিছুতে ব্যাস্ত,প্রবলেম খান নাম কামাইতে ব্যাস্ত।সদ্য মুক্তি পাওয়া তার একটি গানের নাম হলো “খারাপ নগর”মুক্তি পেতে পেতেই তার গানটিও রয়েছে জনপ্রিয়তার শীর্ষে।এই বিষয়ে কুষ্টিয়ার বিভিন্ন ছেলে-মেয়েদের জিজ্ঞেস করা হলে তারা বলেন,রাহাত খান (প্রবলেম খান) আমাদেরই ভাই/সহপাঠী/বন্ধু ইত্যাদি ওর ট্যালেন্ট অনেক।আমরা দোয়া করি ও আরো বড় হোক আর আমারদের আরো সুন্দর সুন্দর গান দিয়ে মন মাতাক।

এছাড়াও তার অনেক গান লোকমূখে শোনা যায়।
চলুন দেখি আগামীতে আমরা তার কাছ থেকে কি গান উপহার পাই।