১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বদলি হয়ে চলেগেলেন লংগদু নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়।

  • Reporter Name
  • প্রকাশের সময় : ০৩:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • 409

মোঃ গোলামুর রহমান

রাঙ্গামাটি লংদু উপজেলার সফল ও দক্ষ একজন অভিভাবক ছিলেন লংগদু উপজেলার নির্বাহী অফিসার জনাব প্রবীর কুমার রায়। যার বিদায় লগ্নে আজ সবাই মর্মাহত।

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২০ ইং প্রশাসনের নিয়ম অনুযায়ী লংগদু উপজেলা থেকে বিদায় সংবর্ধনা নিয়ে চলে গেলেন লংগদু উপজেলার নির্বাহী অফিসার জনাব প্রবীর কুমার রায়।

তিনি ২০১৮ সালে লংগদুতে এসে যোগদান করেন এবং সাফল্যর সাথে উপজেলাকে ভিবিন্ন ভাবে সাজিয়ে গুছিয়ে তুলেন ২০২০ সালে এসে তিনি হঠাৎ চলেগেলেন। তার অনেক সফলতা রয়ছে যা লংদু উপজেলাকে আলোকিত করে রাখবে। তিনি কয়েকটি বছর খুব দক্ষতার সাথে উপজেলাকে পরিচালনা করেছেন। সমাজে বড় বড় সমস্যা গুলো সমাধানের যথেষ্ট চেষ্টা তিনি করে গেছেন।

তাহার এইবিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উস্থিত ছিলেন লংগদু থানা প্রশাসন,উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল বারেক সরকার,মাধ্যমিক শিক্ষা অফিসার,রাবেতা কলেজের অধ্যক্ষ,বায়তুশ শরফ মাদ্রাসার সুপার ফোরকান আহম্মদ,মাইনী মাদ্রাসার সুপার ফেরদৌস আলম,মাইনী স্কুলের প্রধান সহ ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ভিবিন্ন শ্রেণীর লোকজন, কর্মকর্তা,কর্মচারী এবং গণমাধ্যম কর্মীগন।

উক্ত অনুষ্ঠানে অনেকে বক্তব্য রাখেন তারা বলেন স্যার যেখানেই যাবে অবশ্যই লংগদু উপজেলার কথা স্বরণে রাখবে এবং সুখে দুঃখে স্যারকে লংগদু উপজেলার পাশে পাবে।তারা বলেন স্যারের এই বিদায় লগ্নে আমরা উপজেলা বাসী আজ মর্মাহত কারন আপনি আমাদের জন্য অনেক কষ্ঠ সহ্য করেছেন তারপরেও উপজেলার কথা চিন্তা করেছেন কি ভাবে সুন্দর করা যায়। স্যারের বিদায় লগ্নে সকলে তার জন্য দোয়া করেন এবং ওনার দীর্ঘ আয়ু কামনা করেন।এবং স্যারের হাতে উপজেলার পক্ষ থেকে সংবর্ধনা প্রধান করা হয়।

Tag :

বালিয়াকান্দি মোটরসাইকেল সহ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ৩

You cannot copy content of this page

বদলি হয়ে চলেগেলেন লংগদু নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়।

প্রকাশের সময় : ০৩:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০

মোঃ গোলামুর রহমান

রাঙ্গামাটি লংদু উপজেলার সফল ও দক্ষ একজন অভিভাবক ছিলেন লংগদু উপজেলার নির্বাহী অফিসার জনাব প্রবীর কুমার রায়। যার বিদায় লগ্নে আজ সবাই মর্মাহত।

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২০ ইং প্রশাসনের নিয়ম অনুযায়ী লংগদু উপজেলা থেকে বিদায় সংবর্ধনা নিয়ে চলে গেলেন লংগদু উপজেলার নির্বাহী অফিসার জনাব প্রবীর কুমার রায়।

তিনি ২০১৮ সালে লংগদুতে এসে যোগদান করেন এবং সাফল্যর সাথে উপজেলাকে ভিবিন্ন ভাবে সাজিয়ে গুছিয়ে তুলেন ২০২০ সালে এসে তিনি হঠাৎ চলেগেলেন। তার অনেক সফলতা রয়ছে যা লংদু উপজেলাকে আলোকিত করে রাখবে। তিনি কয়েকটি বছর খুব দক্ষতার সাথে উপজেলাকে পরিচালনা করেছেন। সমাজে বড় বড় সমস্যা গুলো সমাধানের যথেষ্ট চেষ্টা তিনি করে গেছেন।

তাহার এইবিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উস্থিত ছিলেন লংগদু থানা প্রশাসন,উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল বারেক সরকার,মাধ্যমিক শিক্ষা অফিসার,রাবেতা কলেজের অধ্যক্ষ,বায়তুশ শরফ মাদ্রাসার সুপার ফোরকান আহম্মদ,মাইনী মাদ্রাসার সুপার ফেরদৌস আলম,মাইনী স্কুলের প্রধান সহ ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ভিবিন্ন শ্রেণীর লোকজন, কর্মকর্তা,কর্মচারী এবং গণমাধ্যম কর্মীগন।

উক্ত অনুষ্ঠানে অনেকে বক্তব্য রাখেন তারা বলেন স্যার যেখানেই যাবে অবশ্যই লংগদু উপজেলার কথা স্বরণে রাখবে এবং সুখে দুঃখে স্যারকে লংগদু উপজেলার পাশে পাবে।তারা বলেন স্যারের এই বিদায় লগ্নে আমরা উপজেলা বাসী আজ মর্মাহত কারন আপনি আমাদের জন্য অনেক কষ্ঠ সহ্য করেছেন তারপরেও উপজেলার কথা চিন্তা করেছেন কি ভাবে সুন্দর করা যায়। স্যারের বিদায় লগ্নে সকলে তার জন্য দোয়া করেন এবং ওনার দীর্ঘ আয়ু কামনা করেন।এবং স্যারের হাতে উপজেলার পক্ষ থেকে সংবর্ধনা প্রধান করা হয়।