০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ এখন আকাশে

  • Reporter Name
  • প্রকাশের সময় : ০২:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
  • 475

সাড়ে চারশ’ কোটি বছরের চেনা চাঁদটি অচেনা রূপে হাজির হলো আজ! আলোয় উদ্ভাসিত নয়, তামার মতো রক্তিম চাঁদটি এখন আকাশে। স্বমহিমায় মধ্যগগনে এ চাঁদটি অন্যদিনের তুলনায় আয়তনে ও আলোয় অনেক বড়। যাকে বিজ্ঞানীরা বলে থাকেন, ‘সুপার মুন’।

বাংলাদেশ থেকেই এই দেখা মিলছে এ ‘সুপার ব্লাড মুন’এর। যা এ বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বল সুপারমুন।

এদিন চাঁদ পৃথিবী থেকে ২ লাখ ২১ হাজার ৭৩৪ মাইল (৩ লাখ ৬০ হাজার কিলোমিটারেরও কম) দূরত্বে অবস্থান করছে। এই সময়ে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে প্রচুর পরিমাণে তুষারপাত হওয়ায় এ চাঁদকে ‘পূর্ণ বরফ চাঁদ’ বলা হয়ে থাকে। এ ছাড়া এ চাঁদকে স্ট্রোম মুন, হাঙ্গার মুন ও বোন মুনও বলা হয়।

বাংলাদেশ থেকে বছরের সবচেয়ে বড় চাঁদ দেখা যাচ্ছে। সুপার মুন দেখার সবচেয়ে সেরা সময় হলো চাঁদ ওঠার কিছুক্ষণ পরপরই। সুপার মুনের ঔজ্জল্য থাকে স্বাভাবিকের চেয়ে ১২ দশমিক ৫ ভাগ থেকে ১৪ দশমিক ১ ভাগ বেশি।

Tag :

বালিয়াকান্দি মোটরসাইকেল সহ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ৩

You cannot copy content of this page

বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ এখন আকাশে

প্রকাশের সময় : ০২:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯

সাড়ে চারশ’ কোটি বছরের চেনা চাঁদটি অচেনা রূপে হাজির হলো আজ! আলোয় উদ্ভাসিত নয়, তামার মতো রক্তিম চাঁদটি এখন আকাশে। স্বমহিমায় মধ্যগগনে এ চাঁদটি অন্যদিনের তুলনায় আয়তনে ও আলোয় অনেক বড়। যাকে বিজ্ঞানীরা বলে থাকেন, ‘সুপার মুন’।

বাংলাদেশ থেকেই এই দেখা মিলছে এ ‘সুপার ব্লাড মুন’এর। যা এ বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বল সুপারমুন।

এদিন চাঁদ পৃথিবী থেকে ২ লাখ ২১ হাজার ৭৩৪ মাইল (৩ লাখ ৬০ হাজার কিলোমিটারেরও কম) দূরত্বে অবস্থান করছে। এই সময়ে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে প্রচুর পরিমাণে তুষারপাত হওয়ায় এ চাঁদকে ‘পূর্ণ বরফ চাঁদ’ বলা হয়ে থাকে। এ ছাড়া এ চাঁদকে স্ট্রোম মুন, হাঙ্গার মুন ও বোন মুনও বলা হয়।

বাংলাদেশ থেকে বছরের সবচেয়ে বড় চাঁদ দেখা যাচ্ছে। সুপার মুন দেখার সবচেয়ে সেরা সময় হলো চাঁদ ওঠার কিছুক্ষণ পরপরই। সুপার মুনের ঔজ্জল্য থাকে স্বাভাবিকের চেয়ে ১২ দশমিক ৫ ভাগ থেকে ১৪ দশমিক ১ ভাগ বেশি।